স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের আওতায় রায়গঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৩৬ টি বিদ্যালয়ের ২১৬ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা কমিশনার ভূমি মোঃ তানজিল পারভেজ, এর সভাপতিত্বে, জুনিয়র পরিসংখ্যান সহকারী, মোঃ রাকিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস